পপুলা২৪নিউজ ডেস্ক :
হাতে থাকা ছবির কাজ শেষ করলেন চিত্রনায়িকা আঁচল। ছবির নাম ‘দাগ’। সম্প্রতি এ ছবির কাজ শেষ করেছেন তিনি। তারেক শিকদারের পরিচালনায় সিলেট ও শ্রীমঙ্গলের বেশকিছু জায়গায় ছবিটির শুটিং হয়েছে। এ ছবির বিষয়ে জানতে চাইলে আঁচল বলেন, এর গল্প লিখেছেন কামাল আহমেদ আর সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিকুজ্জামান। ছবিতে আমার চরিত্রের নাম নাবিলা। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আমাদের দুই বোনের এক নায়ক।
আর সেই নায়কটা হচ্ছেন বাপ্পি। আমাকে ও বাপ্পিকে নিয়ে পরিচালক শ্রীমঙ্গলে গতমাসে দুটি গানের শুটিং করেছেন। আশা করছি, এ ছবির কাহিনী ও গান দর্শক বেশ উপভোগ করবেন। এর আগে বাপ্পির বিপরীতে আঁচল বেশকিছু ছবিতে কাজ করেছেন। এরমধ্যে ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি ছবির জন্য দর্শক সাড়া পান তিনি। এবারের ছবিতে প্রেম নেই আছে ‘দাগ’। কে কাকে এ ছবিতে ‘দাগ’ দিবে জানতে চাইলে আঁচল বলেন, ছবির কাহিনী তো বলে দেয়া যাবে না। ‘দাগ’ ছবি দেখার জন্য আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ এরইমধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। সবশেষ বাপ্পির বিপরীতে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে অভিনয় করেন আঁচল। ছবিটি পরিচালনা করেন হিমেল আশরাফ। চলতি বছরের ৩১শে মার্চ ছবিটি মুক্তি পায়। এ ছবির পর আঁচল ‘এক কোটি টাকা’ নামের আরেকটি ছবিতে কাজ শুরু করেন। ছটকু আহমেদ পরিচালিত এ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি নিয়ে আঁচল বলেন, ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। এবারই প্রথম ডিপজল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী। এরই মধ্যে সাভার ও উত্তরায় ছবির বেশ কিছু অংশের কাজ হয়েছে। ছবির কাহিনী এক কোটি টাকাকে ঘিরে। পুরো ছবিতে পরিবার ও একটি বাচ্চা মেয়ের গল্প থাকছে। আর সেই পরিবারের সদস্য আমি একজন। একটা লটারী পাওয়াকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। ডিপজল ভাই বর্তমানে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি ছবির কাজ করছেন। এ ছবির গ্যাপে ‘এক কোটি টাকা’ ছবির বাকি কাজ শুরু করবেন। শাকিব খান, বাপ্পি, শাহরিয়াজ, ইমনসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন আঁচল। গ্ল্যামার ও নাচের পারদর্শীতার কারণে অল্প সময়ে পেয়েছেন জনপ্রিয়তা। রাজু আহম্মেদের ‘ভুল’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। এরপর তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বেইলি রোড’, ‘স্বপ্ন যে তুই’, ‘জটিল প্রেম’, ‘কিস্তিমাত’, ‘কি প্রেম দেখাইলা’, ‘ফাঁদ’, ‘আজব প্রেম’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’ ইত্যাদি। বর্তমানে নতুন কোনো ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন কি-না জানতে চাইলে আঁচল বলেন, কাজের প্রস্তাব তো আনেক আসে। কিন্তু ব্যাটে-বলে মিলে না। অনেকদিন ধরেই ভালো কাজের জন্য অপেক্ষা করেছিলাম। অনেক কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু করিনি। এরপর ‘এক কোটি টাকা’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেলাম। এ ছবির গল্পটি শুনেই আমার ভালো লেগেছে। পাশাপাশি ‘দাগ’ ছবির কাজও শেষ হয়েছে। এ দুটি ছবি খুব শিগগরিই মুক্তি পাবে। ছবি দুটি মুক্তি পেলে ভালো সাড়া পাবো বলে মনে করছি। এ দুটি ছবিতে দর্শক প্রেম, গান ও ভালো গল্প খুঁজে পাবেন। এদিকে চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আঁচল বলেন, বছরে কয়টা ভালো ছবি হচ্ছে, দর্শক তো ঠিকমত সিনেমা হলে যায় না এখন। আমরা শিল্পীরা কষ্ট করে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করছি। দর্শক সেই ছবি যদি না দেখেন তাহলে কাদের জন্য কাজ করবেন শিল্পীরা। ভালো কাজের দর্শকও কমে গেছে। আমি চাই দর্শক সিনেমা হলে গিয়ে আবারো আগের মতো বাংলা ছবি দেখুক।