ফুটবলার হিসেবে সারা দুনিয়ার পরিচিত মুখ ডেভিড বেকহাম। ব্রিটিশ জাতীয় ফুটবল দলের হয়ে একসময় মাঠ মাতিয়েছেন। মাঝে অনেকদিন তাকে নিয়ে কোনো আলোচনা না হলেও আবারো আলোচনায় এসেছেন তিনি।
তবে এবার আর কোনো ফুটবল মাঠের খবরে নয়, অভিনেতা বেকহাম হিসেবে খবরের শিরোনামে তিনি। গাই রিচি পরিচালিত ‘কিং আর্থার : লিজেন্ড অফ দ্য সোর্ড’ শিরোনামের ছবিতে অভিনয় করলেন বেকহাম।
ফুটবলার নয়, ডেভিড বেকহাম যেন কয়েক শ বছর আগের কোনো যোদ্ধা। ইউরোপীয় পরিভাষায় ‘নাইট’। তরবারির অঘাতে ক্ষতবিক্ষত তার মুখ। দাঁতে সবুজ আভা। এবড়ো-থেবড়ো করে কাটা চুল। দৃষ্টিতে আদিম রুক্ষ্মতা।
সম্প্রতি ছবিটির একটি দৃশ্য টুইট করেছেন বেকহাম। কিন্তু ছবিতে বেকহামকে দেখতে কেমন লাগবে কেউ বুঝতে পারেননি এতদিন। টুইটারে তাই সে ছবি পোস্ট করতেই স্তম্ভিত হয়ে গেছেন তাঁর ভক্তরা।
ছবিটি শেয়ারের পাশাপাশি বেকহাম টুইটারে লিখেছেন, ‘অফিসে কঠিন দিন’। এখানে ‘অফিস’ বলতে নিশ্চয় শুটিংয়ের কথা বুঝিয়েছেন তিনি। কিন্তু অভিনেতা বেকহামের সফল হওয়ার সম্ভাবনা কতখানি? ফুটবলার নিজেই তার উত্তর খুঁজেছেন। তিনি লিখেছেন, আমি জানি অনেক খেলোয়াড়ই অভিনয়ের পেশায় এসে ব্যর্থ হয়েছেন। বিশ্বাস করুন আমি প্রচুর খাটছি।
সূত্র : হিন্দুস্থান টাইমস