পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিচার শেষ হওয়ার আগে অভিযুক্ত কাউকে ‘রাজাকার’ হিসেবে আখ্যা দেয়া যাবে না বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার নওগাঁ জেলার বদলগাছি থানার চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপসকান্তি বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কোনো মামলার আসামির বিচার শেষ হওয়ার আগে নথিপত্রে আসামিকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাপসকান্তি বল আরো জানান, আজ নওগাঁর ৪ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সেফহামে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আবেদনে সবার নামের আগে রাজাকার শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেন, ‘কেবল তদন্ত সংস্থা নয়, প্রসিকিউশন ও গণমাধ্যমেও বিচার শেষ হওয়ার আগে নামের আগে রাজাকার শব্দ লেখা থেকে বিরত থাকতে হবে।
পরে ট্রাইব্যুনাল এই চার আসামির বিরুদ্ধে শুনানি শেষে আগামী ৮ ও ৯ মে তাদের ধানমণ্ডি সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
প্রশিকিউশন সূত্র জানায়, এ মামলায় চার আসামির মধ্যে রেজাউল করিম মন্টু, ইসহাক আলী, শহীদ মণ্ডল গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি একজন পলাতক।