পপুলার২৪নিউজ ডেস্ক:
পেনাল্টি মিস করেছেন, নষ্ট করেছেন গোলের সহজ কিছু সুযোগ। তারপরও শনিবার রাতটা হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এক গোল করেই ইতিহাসে ঢুকে গেলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার।
তবে রোনাল্ডোর কীর্তিটা ব্যক্তিগত। আরেকটি অঘটনের হাত থেকে রিয়ালকে বাঁচিয়েছেন এদিন মার্সেলো। তার ৮৬ মিনিটের গোলেই ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লীগের শিরোপা দৌড়ে এগিয়ে গেল রিয়াল। ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার (৭৮) চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রিয়াল (৮১)। তবে মুখোমুখি লড়াইয়ে বার্সা এগিয়ে থাকায় একটি হারেই সর্বনাশ হয়ে যেতে পারে গ্যালাটিকোসদের।
কাল অঘটনের শঙ্কা ভালোভাবেই চেপে ধরেছিল রোনাল্ডোদের। ঘরের মাঠে ২৭ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো। ওই গোলেই ইংলিশ কিংবদন্তি জিমি গ্রেভসকে ছাড়িয়ে ইউরোপের সব শীর্ষ লীগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন পর্তুগিজ যুবরাজ। শুধু লীগে রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৩৬৭।
এর মধ্যে স্পোর্টিং লিসবনের হয়ে পর্তুগিজ লীগে তিনটি এবং ম্যানইউর হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ৮৪টি গোল রয়েছে। বাকি ২৮০টি লীগ গোল রিয়ালের হয়ে লা লীগায়। লীগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দীর্ঘদিন গ্রেভসের দখলে ছিল।
চেলসি, এসি মিলান, টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের হয়ে ৫২৮ ম্যাচে ৩৬৬টি লীগ গোল করেছেন তিনি। গ্রেভসের রেকর্ড ভাঙার পর ৫৭ মিনিটে পেনাল্টি মিস করেন রোনাল্ডো। এর আগে বেনজামার শট পোস্টে প্রতিহত হয়। গোল মিসের এই মহড়ার চড়া মাশুল গুনতে হতো রিয়ালকে। ৮২ মিনিটে ফ্রিকিকে গোল করে ভ্যালেন্সিয়াকে সমতায় ফিরিয়েছিলেন দানি পারেজো। কিন্তু ৮৬ মিনিটে মোরাতার পাস থেকে জয়সূচক গোল করে রিয়ালকে বাঁচিয়ে দেন মার্সেলো।
ইংলিশ প্রিমিয়ার লীগে এদিন জেমি ভার্ডির দেয়া একমাত্র গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে লেস্টার। ওদিকে বুন্দেসলীগায় লিপজিগ হোঁচট খাওয়ায় বায়ার্নের চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। উলফসবার্গের মাঠে জিতে থাকলে কাল রাতেই শিরোপা উৎসব সেরে ফেলেছে বাভারিয়ানরা। এএফপি।