নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রেমিকা অভিযোগ করেন, সম্পর্কের সূত্র ধরে তিনি প্রেমিকের কাছে নাটোরেও এসেছেন। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি হননি। তিনি অন্য আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে বিয়ে করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ২১ এপ্রিল তিনি তাঁর প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি করেন। বিয়ে না করলে তিনি অনশন শুরু করেন। অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের অভিভাবক, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন সালিস বৈঠকে বসেন। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, ১০ দিনের মধ্যে প্রেমিক তাঁকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেবেন।
এ ব্যাপারে স্থানীয় ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনা জানার পর দুই পক্ষের লোকজন নিয়ে আমি ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সেখানে যাই। পরে স্থানীয়দের উপস্থিতিতে ১০ দিনের মধ্যে তাঁদের বিয়ে সম্পন্ন করতে হবে বলে সমঝোতা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোস্তফা কামাল বলেন, ১০ দিনের মধ্যে প্রেমিক তাঁর প্রেমিকাকে যদি বিয়ে না করেন, তাহলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।