পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০ পিস স্বর্ণবারসহ দুই নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার সকালে তাদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, স্বর্ণগুলো যাত্রীদের শরীরের বিশেষ স্থানে বিশেষভাবে লুকানো ছিল। আটক যাত্রীরা মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় তাদের শনাক্ত করে দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। পরে স্বর্ণগুলো শরীরের বিশেষ স্থান থেকে উদ্ধার করা হয়। দুপুর ২টার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।