রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সহকারী কমিশনারের (এসি) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সরফরাজ হোসেন (২৮)। তিনি আরএমপির রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। এই কর্মকর্তার অপমৃত্যুতে মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা তাৎক্ষণিক এক বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, শনিবার সকাল ১১টার পরও এসি সরফরজা অফিসার্স মেসে তার কক্ষ থেকে ঘুম থেকে না জাগায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার মরদেহ ঝুলতে দেখা যায়।
পুলিশের এই কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সূত্রটির ধারণা।
সূত্রটি আরো জানায়, নিহত পুলিশ কর্মকর্তা সরফরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার বাবা এম ওবায়দুল্লাহ ছিলেন পুলিশের সাবেক ডিআইজি। তবে সরফরাজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তিনি দিনাজপুর জেলা কোটায় পুলিশে চাকরি নেন।