বাঁধ নির্মাণে দুর্নীতি হলে জড়িতদের শাস্তি পেতেই হবে: পানি সম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণে যদি দুর্নীতি হয় এবং তদন্তে তা প্রমাণ হয় তাহলে জড়িতদের শাস্তি পেতেই হবে।

তিনি আরও বলেন, হাওর রক্ষা বাঁধে দুর্নীতির অভিযোগে গতবছরও ঠিকাদারদের টাকা আটকে দেয়া হয়েছিল। এবারো এ ধরনের অভিযোগ আসলে টাকা দেয়া হবে না।

শুক্রবার সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে যাওয়ার আগে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম।

এবার হাওরের বাঁধের উচ্চতার তুলনায় পানি বেশি ছিল বলে তা উপচে হাওরে প্লাবিত হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এর পরই দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা এ বক্তব্য ঠিক নয় বলে জানালে মন্ত্রী বলেন, ‘ঠিক আছে ঘুরে এসে সন্ধ্যায় আবার কথা হবে।’

পরে তিনি সুনামগঞ্জের শনির হাওর, হালির হাওর ও গুরমার হাওর পরিদর্শন করেন।

সন্ধ্যা ৭টায় পানি সম্পদমন্ত্রীর সঙ্গে সার্কিট হাউজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচামড়া শিল্পে লোকসান ২৬শ’ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল ইসলাম