জোর করে নামানো যাত্রীকে ক্ষতিপূরণ দিল ইউনাইটেড এয়ারলাইন্স

পপুলার২৪নিউজ ডেস্ক :
ফ্লাইট থেকে এক যাত্রীকে টেনে-হিঁচড়ে নামানোর ঘটনায় ওই ব্যক্তিকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করা হয়েনি বলে জানিয়েছে বিবিসি।

গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে লুইসভিলেগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হয়ে গেলে ডেভিড ডাও (৬৯) নামে ভিয়েতনাম বংশোদ্ভূত এক মার্কিন চিকিৎসককে তিন নিরাপত্তারক্ষী আসনে থেকে জোর করে তুলে টেনেহিঁচড়ে নামিয়ে নেয়।
অন্য যাত্রীরা ঘটনাটি মোবাইলে ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। বিবিসি জানায়, ৫০ সেকেন্ডের ওই ভিডিও টুইটারে আসার পর তা রিটুইট করা হয় অন্তত ১৬ হাজার বার।
তীব্র সমালোচনার মুখে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক টুইটে ওই কা-ের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। এক যাত্রীর সঙ্গে এ ধরণের আচরণে তীব্র সমালোচনার মুখে পড়া ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ জন্য ক্ষমা প্রার্থনা করে।
বৃহস্পতিবার ডা. দাও এর আইনজীবী টমাস দেমেত্রিও বলেন, “অর্থ পরিশোধের শর্তগুলোর মধ্যে একটি ছিল, ক্ষতিপূরণের পরিমাণ গোপন রাখতে হবে।”
ভিডিওতে জোর করে নামিয়ে নেওয়ার সময় ডা. দাও এর নাকমুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ বিষয়ে দাওয়ের আইনজীবী বলেন, তাকে প্রচ- জোরে আঘাত করা হয়েছিল। তার নাক ভেঙ্গে গিয়েছিল এবং সামনের দুটো দাঁত পড়ে গিয়েছিল।
“ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার চেয়েও তার জন্য এটা আরও ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল।” একই দিন ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের টিকেট ‘বুকিং’ নীতিতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণাও দিয়েছে।
যার একটি হলো, এখন থেকে আসনের তুলনায় যাত্রী বেশি হয়ে গেলে কোনো যাত্রী যদি স্বেচ্ছায় নিজের আসন ছেড়ে দিতে রাজি হন হবে তাকে ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাকিবদের বহিষ্কারের হুমকি দিয়েছিলেন গম্ভীর!
পরবর্তী নিবন্ধজঙ্গিবাদকে কৌশল হিসেবে নিয়েছে বিএনপি: নৌমন্ত্রী