কচুয়ার কৃতিসন্তান মোঃ মাহবুব আলম লোহাগাড়ার ইউএনও হিসেবে যোগদান

এম. সাইফুল মিজান,কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া-লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান মোঃ মাহবুব আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। গত সোমবার তিনি এ পদে যোগদান করেন। ইতিপূর্বে তিনি কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। হোমনায় দায়িত্ব পালন কালে তিনি ইউএনও হিসেবে পদোন্নতি লাভ করেন।
জানাগেছে, কচুয়া উপজেলার খাজুরিয়া-লক্ষীপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মু. আবুল হাসেমের সুযোগ্য সন্তান মোঃ মাহবুব আলম ২০০০ সালে চাঁদপুর আল-আমিন একাডেমী থেকে এসএসসি, ২০০২ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি বোর্ড স্ট্যান্ড করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০১১ সালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে চট্টগ্রামে সীতাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ মাহবুব আলম ৫ ভাই বোনের মধ্যে চতুর্থ। এলাকায় তিনি শিক্ষা বিস্তারে এফসিএফ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।
এদিকে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়া মোঃ মাহবুব আলম জানান, লোহাগাড়া উপজেলার শিক্ষা স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছেন। তা যথাযথ ভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধশিবগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও শিশুকে উদ্ধার
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জ বিভাগের দাবিতে মুকসুদপুরে মানববন্ধন