পাকিস্তান দলের বাংলাদেশ সফর বাতিল

পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামী জুলাইয়ে নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না পাকিস্তান। পারস্পরিক সম্মতিতে এ সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি ২০ ম্যাচ খেলার কথা ছিল। খবর ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, কোনো ধরনের বিনিময় ছাড়াই পাকিস্তান ইতিমধ্যেই দু’বার বাংলাদেশ সফর করেছে। কিন্তু এখন আমরা অনুভব করছি, পারস্পরিক কোন বিনিময় ছাড়া তৃতীয়বার সফর করতে পারি না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সফরটি বাতিল করার। তবে আগামী বছর বা তার পরবর্তী সময়ের জন্য তার সুযোগ রয়েছে।

পাকিস্তানে সর্বশেষ ২০০৭-০৮ সালে বাংলাদেশ সফর করে। ওই সফরে ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে টাইগাররা। এদিকে ২০১১-১২ ও ২০১৫ সালে বাংলাদেশে সিরিজ খেলতে আসে পাকিস্তান।

২০০৯ সাল লাহোর শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম নিষিদ্ধ হয়ে আছে পাকিস্তানে। জিম্বাবুয়ে ও আফগানিস্তান ছাড়া অন্য কোনো দল সেখানে খেলতে যায়নি। এ বছর পিএসল’এর ফাইনাল হয় লাহোরে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ওই ম্যাচে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪দিন পর ‘অপহৃত’ শিশু সুমাইয়া উদ্ধার
পরবর্তী নিবন্ধপাবনায় বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা