পানিতে ডুবে শিশু মৃত্যু বন্ধ করা গেলে এসডিজি অর্জন সহজ হবে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এসডিজি অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২৫ এর নিচে নামিয়ে আনতে হবে। এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর ইনজুরি পিপ্রভেনশন রিসার্স বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সলিড (সেভিং অফ লাইভস ফ্রম ড্রাইনিং) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি বছর বাংলাদেশে ১৫০০০ শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে এর মধ্যে ৯০০০ হাজার শিশুর বয়স ১ থেকে ৪ বছরের মধ্যে। এই বিপুল সংখ্যক শিশুকে আমরা কেবল সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মৃত্যু থেকে রক্ষা করতে পারি। আর এই বিপুল সংখ্যক শিশুকে রক্ষা করতে পারলে বাংলাদেশ সহজে এসডিজি অর্জন করতে পারবে।
অনুষ্টানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, সলিড যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত যুগোপযোগী ও কার্যকর।
পানিতে ডুবে শিশু মৃত্যু হ্রাস করতে সলিড এর কার্যক্রমকে সহয়তা করতে স্থানীয় সরকারের সকল সংস্থাকে নির্দেশ প্রদান করা হবে বলে জানান এই প্রতিমন্ত্রী।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিহালক অধ্যাপক এইচ এম এনায়েত হুসাইন, সিআইপিআর বি’র নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান, সিআইপিআরবি’র পরিচালক ডা. আমিনুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বস্তি সরানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধশিবগঞ্জে অভিযান চলছে, মুহুর্মুহু গুলি-বিস্ফোরণ