ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বস্তি সরানোর নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের থাকা বস্তি এলাকা উচ্ছেদ হচ্ছে বলে জানা গেছে। আজ শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে বসতবাড়ি ছাড়া সকল দোকান ও স্থাপনা এবং ২ মাসের মধ্যে বসতবাড়ি সরানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের পকেট গেটের সামনে রোডস অ্যান্ড হাইওয়ের জমিতে অবৈধ স্থাপনা ও বসতবাড়ি গড়ে তুলেছে হরিজন সম্প্রদায়। ক্যাম্পাস ও তার পার্শবর্তী এলাকায় এটি মেথর পট্টি নামে পরিচিত। এদের মাধ্যমে ক্যাম্পাসে মাদক সরবরাহ হয়ে আসছে বলে আভিযোগ ছিল সাধারণ শিক্ষার্থীদের। এতে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে এদের স্থানান্তরিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগে আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গণি, বিশ্ববিদ্যালয় প্রক্টর, রোডস অ্যান্ড হাইওয়ে পরিদর্শক, সার্ভেয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বস্তির প্রতিনিধি নিয়ে বৈঠক করে। বৈঠক শেষে ক্যম্পাসের সামনে অবৈধ স্থাপনাসমূহ আগামী ৭ দিনের মধ্যে তুলে নিতে বলা হয়। এছাড়া ক্যাম্পাসের সামনের মেথর পট্টির ১৩ টি পরিবারকে আগামী ২ মাসের মধ্য জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি এলাকার কোন সরকারি জায়গায় এই মেথর পরিবারদের থাকার ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের চাওয়া ছিল। আশা করছি এর মাধ্যমে ক্যাম্পাসে মাদক সরবরাহ কমে যাবে। পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে শিশু মৃত্যু বন্ধ করা গেলে এসডিজি অর্জন সহজ হবে