বিশ্বে যে সাত পরিবর্তন নিয়ে এলেন ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশিষ্ট বিশ্বের সম্পর্ক অনেক ভাবেই বদলে গেছে।  তথ্যসূ্ত্র: বিবিসি বাংলা।

এশিয়ায় উত্তেজনা উস্কে দেয়া

ডোনাল্ড ট্রাম্পের শাসন বড় ধরনের নিরাপত্তার প্রশ্ন তৈরি করেছে এশিয়ায়। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চীনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

এরপর উত্তর কোরিয়ার সঙ্গেও দ্বন্ধে জড়িয়েছে মার্কিনিরা।

রাশিয়ার সাথে সম্পর্কে আরও জটিলতা বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান বলে জানিয়েছিলেন।

কিন্তু সিরিয়া প্রসঙ্গে তা আর হয়নি। সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনাকে ঘিরে সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই হামলার জন্য মার্কিন কর্তৃপক্ষ সিরিয়ার সরকারকে দোষারোপ করে আসলেও, রাশিয়া অব্যাহত-ভাবে বাশার আল আসাদের প্রতি সমর্থন দিয়ে আসছে।

ন্যাটোর দিকে অধিক মনোযোগ

নির্বাচিত হওয়ার আগে ন্যাটোর প্রতি সমালোচক মনোভাব ছিল ট্রাম্পের। তিনি এই সংগঠনকে সেকেলে বলেও আক্রমণ করেছেন।

তবে নির্বাচনের পরেই বদলে যায় তার মনোভাব। সন্ত্রাসী হুমকির প্রেক্ষাপটে এই জোটের গুরুত্ব রয়েছে এবং ইরাকি এবং আফগান শরিকদের আরও সহায়তা দেয়ার জন্য জোটের সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান ট্রাম্প।

সামরিক শক্তির ব্যবহার

ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতে না জড়ানোর নীতি ছিল ওবামা প্রশাসনের।
কিন্তু এর সম্পূর্ণ বিপরীত অবস্থান নেন ট্রাম্প। এপ্রিলে তিনি সিরিয়ায় সরকারি বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। এরপরেই আবার আফগানিস্তানে মাদার অফ অল বোম্বস নিক্ষেপ করে আবারও বিশ্বের সামনে নিজের সামরিক শক্তির পরিচয় দিল আমেরিকা।

মুক্ত বাণিজ্যের সম্ভাবনার পথে অনিশ্চয়তা

বহু দশক ধরে যুক্তরাষ্ট্র বাকি বিশ্বের সাথে যেভাবে বাণিজ্য পরিচালনা করছে তার সঙ্গে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য-নীতি।

বিশ্লেষকদের আশংকা তার নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশ্বে ‘বাণিজ্য যুদ্ধ’ ডেকে আনতে পারে।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গ পুনর্বিবেচনা

ওবামা প্রশাসন যেভাবে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্ব দিতেন, ট্রাম্প বিষয়টিকে সেভাবে দেখছেন না।

সমালোচকদের আশঙ্কা ট্রাম্পের অবস্থান বিশ্বে উষ্ণায়ণ কমিয়ে আনার ক্ষেত্রে অনিচ্ছুক দেশগুলোকে আরও সুযোগ দেবে।

ইরানের পরমাণু চুক্তি নিয়ে সংশয়

ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের বিনিময়ে অবরোধ তুলে নেয়ার যে চুক্তি হয়েছিল তাকে বারাক ওবামার প্রশাসন ‘ঐতিহাসিক বোঝাপড়া’ বলেই মূল্যায়ন করেছে।

কিন্তু ট্রাম্প একে বলেছেন, আমার দেখা এ যাবত-কালের সবচেয়ে বাজে কোনও চুক্তি।

এই চুক্তি ভেঙে ফেলা হবে তার প্রধান অগ্রাধিকার কাজের একটি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ লক্ষ দিয়েও চাকরি না হয়াও জ্ঞান হারালেন বাবা
পরবর্তী নিবন্ধমোবাইল ফোন শিল্প স্থাপন রাষ্ট্রের অগ্রাধিকার পাওয়া সময়ের দাবি :আনু মুহম্মদ