পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এক্সিম ব্যাংকের রাজউক শাখা থেকে ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ওয়ারীতে অবস্থিত মেসার্স হাজি ইসলাম স্পিনিং মিলের এমডি ইসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে দুদক।
বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে।
এর আগে সকালে মতিঝিল থানায় তিনিসহ পাঁচজনকে আসামি করে মামলা করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স হাজি ইসলাম উদ্দিন মিলের পরিচালক তাসলিমা ইসলাম, রেজওয়ানুল ইসলাম, আয়াজ ইবনে ইসলাম এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজর মো. শাহজাহান।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, আসামিরা পরস্পর যোগসাজসে এক্সিম ব্যাংকের রাজউক শাখা থেকে ২০৬ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছে।
তিনি জানান, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজারের যোগসাজসে বন্ধ কারখানা মর্টগেজ রেখে ১০০ কোটি টাকার বেশি ঋণ নেয়। যা পরবর্তীতে ব্যাংককে ফেরত না দেয়ায় সুদ-আসল সহ ২০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে সুদের পরিমান ৯২ কোটি ৩২ লাখ টাকা।