এস কে দাস, চুয়াডাঙ্গ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে চুয়াডাঙ্গার ৪ টি পৌরসভায় অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগরে স্ব-স্ব পৌরসভার অফিস ভবনে এ কর্মসূচী করেন পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় পৌরসভার সমস্ত প্রকার জনসেবামূলক কাজ বন্ধ রাখা হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর নেতা-কর্মীরা তাদের অবস্থান কর্মসূচী চলাকালে সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১০-১১ মাস তাদের বেতন-ভাতাদি বকেয়া থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাজারের প্রত্যেকটা দোকানে হয়ে তাদের ঋণ। তাদের বাচ্চাদের ভালো বিদ্যালয়ে পড়াতে পারছে না পারছে না অসুস্থ মায়েদের সু-চিকিৎসা করাতে। আর কত অপেক্ষার পর তাদের এ দুঃখ দুর্দশার দিন ঘুচবে তারা কেউ জানেনা। এজন্য বর্তমান সরকারের কাছে তাদের প্রাণের দাবী অতি শ্রীঘ্রই পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি রাজস্ব খাত থেকে বেতন এবং পেনশন ব্যবস্থা চালু করে মানবেতর জীবনযাপন করা হতে রক্ষা করা হোক।