মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ হচ্ছে না

পপুলার২৪নিউজ ডেস্ক:

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিন আগের। তবে এ দেয়াল নির্মাণের জন্য এখনও অর্থ জোগাড় করতে পারেননি ট্রাম্প। অদূর ভবিষ্যতে এ অর্থ যোগানোর আশাও ক্রমে ফিকে হয়ে আসছে।
প্রেসিডেন্ট নির্বাচনের সময়েই ট্রাম্প এ দেয়াল নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেন। সে সময় এ দেয়াল নির্মাণের ব্যয়ভার মেক্সিকোর কাছ থেকেই আদায় করার কথা বলা হয়। তবে মেক্সিকো সরকার জানিয়ে দেয়, এ প্রকল্পে তারা এক পয়সাও খরচ করতে আগ্রহী নয়। ফলে এ দেয়াল নির্মাণের জন্য মার্কিন বাজেট বরাদ্দের চেষ্টা করেন ট্রাম্প। তবে এ বাজেট বরাদ্দ করতেও তিনি এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ফলে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে তিনি পিছিয়ে আসছেন বলে জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠরা।
এর আগে জানা গিয়েছিল, দেয়াল নির্মাণের নির্দেশ দিচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে দেশটির সরকারি শিল্প প্রতিষ্ঠান ফেডারেল রিসোর্সকে সরাসরি নির্বাহী নির্দেশ দেবেন। তবে দেয়াল নির্মাণে এভাবে অর্থ বরাদ্দ হওয়ার সম্ভাবনা ক্রমে কমে আসছে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালানো সময় ট্রাম্প একাধিকবার তার বক্তব্যে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেন।
অবশ্য তখন এ বিষয় নিয়ে আমেরিকানদের মধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা হয়। প্রতিবেশি দেশের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।
ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে দুই দেশের মধ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেক্সিকো সীমান্তে তিন হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ দেয়াল তোলা। এটি বাস্তবায়নে খরচ হবে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ কোটি ডলার।

পূর্ববর্তী নিবন্ধ‘পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না’
পরবর্তী নিবন্ধতিস্তার ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান: মির্জা ফখরুল