পপুলার২৪নিউজ ডেস্ক:
মিউজিক ভিডিওর মধ্য দিয়ে যৌন ও শারীরিক হেনস্থার শিকার মহিলাদের লড়াইয়ের অনুপ্রেরণা দিলেন প্রবাসী বাঙালি ঈশানী চক্রবর্তী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমীক্ষা অনুযায়ী, বিশ্বের এক তৃতীয়াংশ (৩৫%) মহিলা শারীরিক বা যৌন হিংসার শিকার হচ্ছেন। কিছুজন আবার শারীরিক ও যৌন দুই ভাবেই হেনস্থা হচ্ছেন। বহু ঘটনার অভিযোগই পুলিসের কাছে এসে পৌঁছয় না, যার ফলে অভিযুক্ত ছাড় পেয়ে যায়। নারীর এই অপমানের প্রতিবাদে সরব হয়েছেন বাঙালি গায়িকা ঈশানী চক্রবর্তী। তিনি তাঁর মিউজিক ভিডিও ডোন্ট স্টপ দ্য ফাইট–এর মধ্য দিয়ে সব নারীর যৌন–শারীরিক হেনস্থার মুখোমুখি হয়ে লড়াই চালিয়ে যেতে বলেছেন।
ব্রিটেন নিবাসী ঈশানী ট্রিপ–হপ শিল্পী তিনি বলেন, এই গানটি নারীদের ক্ষমতায়ন ও তাঁদের প্রতি হওয়া সামাজিক অবিচার নিয়ে তৈরি। এই মিউজিক ভিডিওতে নারীদের ওপর হওয়া হিংসাকে তুলে ধরা হয়েছে। ঈশানীর মিউজিক ভিডিওতে ৫টি নারীর কথা বলা হয়েছে। যারা রাতের পার্টিতে কোনও না কোনও সময় শারীরিক ও যৌন হেনস্থার শিকার হয়েছেন। ভিডিওটি যৌন হেনস্থার মাস হিসাবে চিহ্নিত এপ্রিল মাসে মুক্তি পায়। ভিডিওটি দেখে অবশ্যই নারীরা নিজেদের জন্য লড়াই করার অনুপ্রেরণা পাবেন বলে মনে করছেন ঈশানী। তিনি বলেন, শারীরিক বা যৌন হেনস্থার শিকার যে মহিলারা হন তাঁদের ব্যাথা অনেক গভীর ও তীব্র। কোনওভাবেই সেই ব্যাথা প্রকাশ করার মতো ভাষা তাঁদের থাকে না।