পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ীতে ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা চারটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুনানী শেষে বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করেন। ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষর আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শামসুল ইসলাম।
২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশে খালেদা জিয়ার সমাবেশে চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬ কর্মী নিহত হন। এ ঘটনায় বিএনপিকর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ২/৩ হাজার নেতাকর্মীকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়।
গত ১০ এপ্রিল এসব মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।