পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আইনমন্ত্রী বলেন, ভাস্কর্য স্থাপনের সময় প্রধান বিচারপতি আমাদের কিছু জিজ্ঞাসা করেননি। তাই এখন ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও তার ব্যাপার। এর প্রয়োজনীয়তার ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের পবিত্রতা নষ্ট করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিন্তু এটা প্রশ্ন তুলেছে। এ জন্য এটা বলেছি। এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল ট্রেনিং কোর্স অন দ্যা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন ফর জাজেস অ্যান্ড জুডিসিয়াল অফিসার্স শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আরো অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মূসা ফারুখ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফিসেল প্রমুখ।