পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
চাহিদামত যৌতুক না দিতে পারায় এক গৃহবধূকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই গৃহবধূর নাম রুমা খাতুন (৩২)। এ ঘটনায় সোমবার নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
নিহতের স্বজনরা জানায়, প্রায় ১২ বছর আগে উপজেলার কুমরুল গ্রামের ইউসুফ আলীর মেয়ে রুমার সঙ্গে পারকোল গ্রামের মৃত ফজের আলীর ছেলে মিজানুর রহমানের (৪২) বিয়ে হয়।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মিজানুর তার স্ত্রীকে মারপিট করতো। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় এক লাখ টাকা যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় মিজান তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে।
পরে রুমা বিষ পান করেছে বলে মিজান মোবাইলে তার শ্বশুর বাড়িতে জানিয়ে সে আত্মগোপন করে।
খবর পেয়ে রুমার বাবার বাড়ির লোকজন এসে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রোববার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে রুমা মারা যায়।
এদিকে, রুমাকে মারপিটের পর তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে তার স্বজনেরা দাবি করেছেন।
এ ঘটনায় রুমার চাচা আবুল কালাম আজাদ বাদী হয়ে সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।
বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম জানান, সোমবার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।