পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১৪ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বাকি ০৯ মামলায় জামিনের আবেদনের শুনানি হবে দুপুরে।
সোমবার (২৪ এপ্রিল) সকালে মোট ২৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সেলিমা রহমান। এর মধ্যে ১৪টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ০৯টি মহানগর দায়রা জজ আদালতে চলমান।
তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, পল্টন থানার ৪টি, মুগদা থানার ৩টি, মতিঝিল থানার ২টি, খিলগাঁও থানার ২টি, যাত্রাবাড়ি থানার ১টি, গুলশান থানার ১টি ও লালবাগ থানার ১টি- এ ১৪টি মামলার শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালতের ৫ জন ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত সিএমএম মো. কায়সারুল ইসলাম ও শেখ সামিদুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম, মো. গোলাম নবী ও মোহা. আহসান হাবীবের আদালত এসব মামলার শুনানি নেন।
আর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের ০৯টি মামলার শুনানি হবে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।