পপুলার২৪নিউজ ডেস্ক:
টুইটার থেকে একটার পর একটা টুইট করে আজান নিয়ে বিষোদগার করেছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী সনু নিগম।
গত সোমবার টুইটে সনু নিগম শুধু মুসলমান নয়, সব ধর্মের উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানান।
টুইটে মুসলিমদের ফজরের আজানের ওপর ক্ষোভ প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?’
এরপরই সনু নিগমের ব্যাপক সমালোচনা শুরু হয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরি বলেছিলেন, ‘যদি কেউ সোনুর মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিতে পারেন, তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।’
আজান’ নিয়ে ভারতের গায়ক সনু নিগমের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেন চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ।
মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে পিন্টু ঘোষ লেখেন, ‘আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর।’
পিন্টু ঘোষ লেখেন, ‘সব গানে কান্নাকাটি করা “সনু নিগম” এর গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভালো লাগে নাই, কই কোনোদিন বলি নাই..!!!?? সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল।’
এবার সনু নিগমের ‘আজান’ বিতর্কে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সংবাদমাধ্যমে নায়িকা বলেন, ‘আমি আজান ভালোবাসি। কিন্তু সনু যা বলেছেন তাকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’
পরে কঙ্গনা আরও জানান, লখনৌতে শুটিংয়ের সময় আজানের সুর শুনতে তার খুবই ভালো লাগত। কোনো গুরুদ্বার, মন্দির বা মসজিদে যে সুরই বাজুক না কেন, তার তা ভালো লাগে।
তার কথায়, ‘প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি। এমনকি ক্রিসমাসও পালন করি আমরা। কিন্তু সনু যা বলেছেন সেটা ওর ব্যক্তিগত মত। সেটাকেও সম্মান দেয়া উচিৎ।’