ছাতকে ওএমএস’র চাল নিতে দীর্ঘ লাইন

নুর উদ্দিনছাতক, সুনামগঞ্জ ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতিদিনই ওএমএস’র ডিলারের দোকানের সামনে নারী-পুরুষ ও অপেক্ষাকৃত কম বয়সী শিশুদের দীর্ঘ লাইনে চাল সংগ্রহ করতে দেখা গেছে। কিন্তু চাল নিতে আসা এসব নারী-পুরুষ ও শিশুদের প্রায় শতকরা ৮০ভাগই ফিরতে হচ্ছে খালি হাতে। প্রায়ই ওএমএস’র নিতে আসা সুবিধাভোগি মানুষ ও ডিলারদের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা হাতি-হাতির ঘটনা ঘটতে দেখা গেছে। এ নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। শহরে ৩টি ডিলারের মাধ্যমে খোলাবাজারে ওএমএস’র চাল বিক্রি করা শুরু হয় গত ১০ এপ্রিল। শহর ভিত্তিক কামাল মিয়া, বাবুল রায় ও ইকবাল হোসেনের ডিলারশীপের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে প্রত্যেককে সর্বোচ্চ ৫ কেজি করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিজনের কাছে চালের পাশাপাশি ১৮ টাকা দরে ৫কেজি করে আটাও বিক্রি করছে ডিলাররা। প্রতিদিনই ওএসএস’র চাল ও আটা নিতে আসছে কয়েক হাজার অভাবি মানুষ। সরকারী বিধি অনুযায়ী প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত একজন ডিলার ১ মেট্রিক টন চাল ও আটা দু’শ জন মানুষের মধ্যে বিক্রি করা। কিন্তু সকাল ১১ টার মধ্যেই নির্ধারিত পরিমান চাল ও আটা বিক্রি শেষ হয়ে যায়। ফলে বাকী সময় খোলা না রেখে দোকান বন্ধ করে দেয় ডিলাররা। এতে করে চাল ও আটা না পাওয়া বঞ্চিত মানুষের মধ্যে উত্তেজনা হতে দেখা গেছে। চাহিদা অনুযায়ী ওএমএস’র চাল ও আটা প্রদানের জন্য সংশি¬ষ্টদের প্রতি দাবা জানিয়েছেন ডিলাররা। চাল নিতে আসা মানুষের লাইন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। এদিকে ১পৌর শহরে পাশাপাশি ৩টি ডিলারশীপ দেয়ায় পৌরসভার ৯টি ওয়ার্ডের সিংহভাগ অভাবি মানুষ এ সবিধা গ্রহন করতে পারছে না। এ ছাড়া উপজেলা ১৩টি ইউনিয়নের মানুষ ওএমএস’র চাল ও আটার পাওয়ার সুবিধা থেকে থেকে যায় বঞ্চিত। শহরের পান হাটার ডিলার ইকবাল হোসেনের বিরুদ্ধে শুরু থেকেই দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিদিন হাতে গোনা কয়েকজনকে ওএমএস’র চাল ও আটা দিয়ে বিক্রি বন্ধ করে দেয় বলে ভুক্তভোগি মানুষ জানিয়েছেন। এ ক্ষেত্রে ডিলার ইকবাল হোসেনকে পরিবর্তনের দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা

পূর্ববর্তী নিবন্ধমার্কিন উপকূলে রুশ বিমানের অব্যাহত চক্কর
পরবর্তী নিবন্ধআমির তান্ডবে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ