পপুলার২৪নিউজ ডেস্ক:
নিন্মমানের খাবার সরবরাহের ভিডিও প্রকাশ করে হইচই ফেলে দেয়া সেই বিএসএফ জওয়ানকে বরখাস্ত করা হয়েছে।
জানুয়ারির ওই ঘটনায় মাসব্যাপী তদন্তের পর বুধবার তাকে চাকরিচ্যুত করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তেজ বাহাদুর যাদব নামের ওই বিএসএফ জওয়ান অভিযোগ করেছেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হাইকোর্টে আপিল করবেন।
তিনি বলেন, আশা করি আমি সুবিচার পাব। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে।
এদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা। তিনি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখেছেন, নিন্মমানের খাবার সরবরাহের অভিযোগ করার কারণে যদি চাকরি হারাতে হয় তাহলে কোনো মা তার সন্তানকে অথবা কোনো স্ত্রী তার স্বামীকে কেন এসব চাকরিতে পাঠাবে?
বুধবার বিএসএফ কর্মকর্তারা বলেছেন, সীমান্ত রক্ষী বাহিনীর তদন্তের ভিত্তিতেই তেজ বাহাদুরকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, কনস্টেবল পদের ওই জওয়ান মিথ্যা তথ্য দিয়েছেন। বিএসএফ আইনের অধীনেই তার ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়।