হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
র্যাব ৮ এর একটি দল অভিযান চালিয়ে ২ কেজির বেশী মাদক দ্রব্য (গাজা) এবং মাদক বেচাকেনার প্রায় ১ লাখ টাকাসহ চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ির নামে মুকসুদপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
র্যাব মাদারিপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার খুব ভোরে কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স এর নেতৃত্বে গোপালগঞ্জ মুকসুদপুর থানার উজানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। একজন গাজা ব্যবসায়ী তাহার বসতঘরে গাজা বেচাকেনা করছে। র্যাব সদস্যগন উক্ত স্থানে পৌছালে গাজা ব্যবসায়ীকে গাজা বিক্রির সময় তাহার বসতঘর হইতে ২ কেজি ১০০ গ্রাম গাজা এবং গাজা বিক্রির নগদ ৮১ হাজার ৯শ ৭০/-( টাকা সহ হাতেনাতে ধরে ফেলে। আটককৃত আসামী আমিনুল ইসলাম ওরফে জুয়েল মোল্লা (৫০), পিতা মৃত শাহজাহান মোল্লা বাবু, উজানী, মুকসুদপুর গোপালগঞ্জ বলে জানাগেছে। আটককৃত আসামীকে জব্দকৃত ২ কেজি ১০০ গ্রাম গাজা ও গাজা বিক্রির নগদ ৮১৯৭০ টাকাসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।