হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জ ফাউন্ডেশন জেলার ১শ’মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীকে এককালিন সাহায্য প্রদান করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় স্বর্নকলি স্কুল প্রাঙ্গনে সহায়তার অর্থ বিতরন করা হবে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ তথ্য দেন।
তিনি জানান, গোপালগঞ্জ ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সহায়তা প্রদান প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র হাইস্কুল পর্যায়ে সীমাবদ্ধ রাখা হলেও আগামীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত বর্ধিত করা হবে।
জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে জেলার বিত্তবানদের কাছে এই ফান্ডে আর্থিক সাহায্য প্রদানের আহবান জানিয়েছেন। এতে করে জেলার মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি জানান। তিনি গোপালগঞ্জ ফাউন্ডেশনের নামে সোনালী ব্যাংক, ডিসি কমপ্লেক্স শাখার সঞ্চয়ী হিসাব ৬১০৭৭৩৪০০০৫৬৭ নম্বরে সহযোগিতার অর্থ প্রেরনের অনুরোধ জানিয়েছেন।