পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে কিছুই আনতে পারেননি। সবকিছু অবলীলায় বিলিয়ে দিয়ে এসেছেন। তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তিনি ব্যর্থ হয়েছেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ব্যক্তি বা দলের জন্য নয় আমাদের আন্দোলন গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, এই অভিন্ন নদীর পানি কারো দয়া নয়, এটা আমাদের অধিকার। নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে এ প্রসঙ্গ নিয়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আমরা একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই।
মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।