পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানী ঢাকার মিরপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; এ ঘটনায় আরেকজনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, রবিবার গভীর রাতে মিরপুরের ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল (৩০) স্থানীয় পিকু হত্যামামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা রহমান গণমাধ্যমকে বলেন, রাতে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থান করার খবর আসে গোয়েন্দা পুলিশের কাছে।
“পুলিশ সেখানে অভিযানে গেলে তারা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে সোহেল আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ”
এ সময় কয়েকজন পালিয়ে গেলেও হিরণ নামে একজনকে আটক করা হয়েছে জানিয়ে সাজ্জাদুর রহমান বলেন, তারা সবাই হত্যামামলার আসামি।
“কিছুদিন আগে ওই এলাকায় পিকু জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। হিরণ ও সোহেল সেই মামলার এজাহারভুক্ত আসামি। ”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি রিভলবার ও কয়েকটি গুলি উদ্ধার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।