পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে নিজের প্রথম আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন উদীয়মান খেলোয়াড়।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবারের আসরে খেলতে গেছেন মোস্তাফিজ। তবে নিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি এ বামহাতি পেসার।
২ দশমিক ৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে দলের এ নির্ভরযোগ্য বোলারের ওপর আস্থা রাখছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ।
ওই ম্যাচ শেষেই আরেক পেসার ভুবনেশ্বর কুমার বলেছিলেন, মোস্তাফিজ আমাদের দলের অন্যতম বোলার। একজন বোলারের জন্য একদিন খারাপ যেতেই পারে। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াবে মোস্তাফিজ।
শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ডেভিড ওয়ার্নার বাহিনী। কলকাতার ইডেনে মুখোমুখি হবে দুই দল।
তার আগে শুক্রবার দলের খেলোয়াড়রা উৎসবে মেতে ওঠেন। শুক্রবার ছিল পহেলা বৈশাখ। দলের খেলোয়াড়রা পহেলা বৈশাখকে ঢাক বাজিয়ে, নেচে বরণ করে নিয়েছেন।
খেলোয়াড়দের নাচের ভিডিও হায়দরাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজস্ব পেজে শেয়ার করেছে। ভিডিওতে মোস্তাফিজকে ঢাক বাজাতে দেখা যায়। পরে নাচেও অংশ নেন তিনি।
মোস্তাফিজ ছাড়াও অধিনায়ক ডেভিড ওয়ার্নার, স্পিন কোচ মুত্তিয়া মুরালিধারান, কেন উইলিয়ামসনও ঢাক বাজিয়ে নাচে অংশ নেন।