পপুলার২৪নিউজ ডেস্ক:
কৃষক আত্মহত্যার ঘটনায় বলিউডের প্রাক্তন অভিনেত্রী হেমা মালিনীকে নিয়ে এক সংসদ সদস্যের মন্তব্যে ভারতে তোলপাড় চলছে।
মহারাষ্ট্রের সংসদ সদস্য বাচ্চু কাদু ক্ষমতাসীন বিজেপির এমপি হেমা মালিনী সম্পর্কে বলেছেন, ‘লোকে বলছে- রাজ্যে কৃষকদের আত্মহত্যার পেছনে দায়ী মদপান। এটা সত্য হলে হেমা মালিনী কেন আত্মহত্যা করছেন না! তিনি তো প্রত্যেক দিন মদপান করেন।’
তিনি আরও বলেন, ‘কে না মদ পান করে? ৭৫ শতাংশ এমপি ও সাংবাদিকরা মদপান করেন। হেমা মালিনী তো প্রত্যেক দিনই মদপান করেন। কিন্তু, তিনি আত্মহত্যা করেননি।’
বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বাচ্চু কাদু এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সত্য হল- কৃষকেরা অর্থের অভাবে আত্মহত্যা করছেন। তাদের ফসলের উৎপাদন নেই, আয় বাড়ছে না। মদপানের সঙ্গে কৃষকদের আত্মহত্যার কোনো সংযোগ নেই।’
এক সময়ের হার্টথ্রুব নায়িকা হেমা মালিনী উত্তরপ্রদেশের মাথুরা জেলার বিজেপির সংসদ সদস্য। আর বাচ্চু কাদু মহারাষ্ট্রের অচলপুর থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
৪৬ বছর বয়সী বাচ্চু কাদু এর আগে সরকারি এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গ্রেফতার হয়ে আলোচনায় এসেছিলেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মহারাষ্ট্রে ৫ হাজার ৬৫০ জনের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে শুধুমাত্র এ বছর মারাঠাওয়াড়া অঞ্চলে অন্তত ২শ’ কৃষক আত্মহত্যা করেছেন।