পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পুরোনো জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, আগের বছরের সব জঞ্জাল সরিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের মানুষ আনন্দলোকে বাস করবে, সুন্দর জীবন পাবে।
শুক্রবার দুপুরে গণভবনে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষ ১৪২৪’র শুভেচ্ছা বিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নয়নের লক্ষ্য অর্জন করতে পারবো।
দেশে ও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
উৎসবের আমেজে নববর্ষ উদযাপন করা হয় গণভবনে, আয়োজন করা হয় নাচ, গানের।
শুভেচ্ছা বিনিময়ের জন্য সকাল সাড়ে ১০টায় গণভবন প্রাঙ্গণ পেন্ডেলে আসেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, ‘এসো হে বৈশাখ, এসো এসো’ পরিবেশন করেন শিল্পী সুবির নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্য শিল্পীরা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত অতিথিরা ঐতিহ্যবাহী লোক সংগীত, বাউল গান, দেশাত্ববোধক গান, ভাওয়াইয়া গান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হাসন রাজা ও রজনীকান্তের গান উপভোগ করেন। বাংলার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করা হয়।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোগাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।