বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন-গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আরশেদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৬) ও দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে শিপন আলী (২৭)।
পুলিশের দাবি, নিহতরা চাঁদাবাজির সঙ্গে জড়িত।
ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, দুটি কার্তুজ, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়।
উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ।
এ সময় দুর্বৃত্তরা পিছু হটলে সেখান থেকে দ ‘জনের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বন্দুকযুদ্ধের সময় পালিয়ে যাওয়া চাঁদাবাজদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।