পপুলার২৪নিউজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর চার দিনের ভারত সফর ‘ব্যর্থ’ হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছেন, ‘ভারত থেকে খালি হাতে ফিরে এসেছেন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, তিস্তাসহ সব আন্তর্জাতিক নদীর পানি পাওয়া বাংলাদেশের অধিকার। এটা কারও দয়ার বিষয় নয়।
বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, ভারত সফরের পর শেখ হাসিনা বলেছেন যে তিনি তৃপ্ত। কিন্তু ভারত সফরের ফলাফলে বাংলাদেশের জনগণ তৃপ্ত নয়।
বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে যেসব সাফ্যলের চিত্র তুলে ধরেছেন তার বেশির ভাগ অসত্য ও একতরফা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সমঝোতা ও চুক্তি করা হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি।’
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সুস্পষ্ট করে বলতে চাই- ভারতের সঙ্গে আমাদের বৈরিতা নেই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী। তবে দেশ ও জাতির ভবিষ্যৎ জড়িত রয়েছে এমন কোনো বিষয়ে বিএনপি চুপ থাকতে পারে না।’
এসময় তিনি বলেন, ‘ভাটির দেশ হিসেবে আন্তর্জাতিক সব নদীর পানি পাওয়া আমাদের অধিকার। এটা কারও দয়ার বিষয় নয়। তিস্তার পানি জটিলতার বিষটি ভারতের কেন্দ্রীয় সরকারকেই সমাধান করতে হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।