বুয়েট শিক্ষকদের অনির্দিষ্টকালের ‘প্রশাসনিক অসহযোগ’ ঘোষণা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ন্যায্য পেনশনের দাবিতে আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকরা অনির্দিষ্টকালের ‘প্রশাসনিক অসহযোগ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে প্রায় ২০০ শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদা নিলুফার বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ শিক্ষকরা সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ রাখবেন। দাবি মানা না পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের সহযোগিতা করা হবে না।

তিনি জানান, মোট ২০ জন শিক্ষক ও ৩০ জনের মতো কর্মকর্তার পেনশন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

এর আগে কর্তৃপক্ষকে বিষয়টি সমাধান করতে বললেও তারা কোনো কর্ণপাত করেননি বলে দাবি করেন এ শিক্ষক নেতা।

তিনি জানান, প্রশাসনিক কাজে অসহযোগিতা করলেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।

পূর্ববর্তী নিবন্ধকে হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ?
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৮