পপুলার২৪নিউজ ডেস্ক:
মহাখালীর কগাইল বস্তিতে বসবাসকারী ক্ষুদে ক্রিকেটার হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে কাতরাচ্ছে। গত একমাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয়ের কেবিন ব্লকের সাততলায় আইসিইউতে ভর্তি রয়েছে সে।
জানা গেছে, হাসানের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক দুলাল মিয়া এরই মধ্যে জীবনের শেষ সম্বলটুকুও বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এখন আর পারছেন না। তাই প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান লোকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তিনি বলেন, তার ছেলে হাসান মহাখালী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে গুলশান ইয়ুথ ক্লাবের নিয়মিত খেলোয়াড়। এক সময় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজের সঙ্গে ক্রিকেট খেলত সে।
দেড়মাস আগে ক্লাব থেকে অনুশীলন শেষে সাইকেলে করে মহাখালী কড়াইল বস্তির বেলতলার বাসায় ফিরছিল সে। পথে একটি দ্রুতগামী বাস তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হাসান ছিটকে পড়ে রাস্তার পাশের লাইটপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে মহাখালী মেট্রোপলিটান হাসপাতাল ও পরে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায় বিএসএমএমইউ’র আইসিইউর ২০ নম্বর শয্যায় ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া গেলে তাকে বাঁচানো সম্ভব হতে পারে। তবে এখনই উন্নত চিকিৎসা দরকার। প্রতিদিন তার ১৫ থেকে বিশ হাজার টাকার ওষুধ লাগে। এত টাকা তার দরিদ্র পরিবারের নেই। তাই এখন এ ক্ষুদে ক্রিকেটার হাসানকে বাঁচাতে সবার সাহায্য চেয়ে আকুতি জানিয়েছে পরিবারটি। তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বরটি হলো ০১৭৪০ ৫৬৭ ২৫৯