মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে বাধা নেই

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রখ্যাত আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে ‘নাইকো দুর্নীতি মামলা চলবে’ জানিয়ে রুল খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ মামলাটির রুলের রায়ে এ আদেশ দেন।

এর আগে মামলা কার্যক্রম স্থগিত চেয়ে করা রুল শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলাটি শুনতে বিব্রতবোধ করলে নিয়ম অনুযায়ী, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই রুলের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেন।

গত বছরের ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সে দিন রুলও জারি করা হয়।

যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে একটি সালিসি মামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত তার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম স্থগিত করেন।

ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নাইকো মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির দুটি ধারায় আবেদন জানিয়ে মওদুদ আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রে নাইকোর যে  সালিসি মামলা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখা হোক। একই সঙ্গে কিছু নথিপথ দাখিলেরও আবেদন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সঙ্গে কথা বলতে চান মুফতি হান্নান
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বাল্যবিবাহের আসর থেকে বরের পলায়ন