পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাত হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শাওন খাঁনকে (২৭) আটক করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় নিজ বাড়ি থেকে শাওনকে আটক করা হয়।
তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের সদর থানায় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীর গুলিতে সিফাত নিহত হয়।
ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির প্রেম সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। এর জের ধরে ছাত্র বাপ্পির ভাড়াটে সন্ত্রাসী হিসেবে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শাওন খাঁন শাহেদের সহপাঠিদের ওপর হামলা চালায় ও এলোপাথারি গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী মো. সিফাত হোসেন নিহত হন।
এ সময় একই বিভাগের বিভাগের আরেক শিক্ষার্থী বাসুদেব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
জানা যায়, বাপ্পি পঞ্চাশ হাজার টাকায় আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাওন খাঁনকে ভাড়া করে এই হত্যাকাণ্ড চালায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় বাপ্পি ও শাওনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে সন্ত্রাসী শাওন খাঁনকে আটক করায় কাঠগড়া এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছেন। এ ঘটনায় এ মামলায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আটক সন্ত্রাসীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।