পপুলার২৪ নিউজ প্রতিবেদক:
ভারত সফর নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
গত ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফরে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। এছাড়া স্বাক্ষরিত হয় দুটো ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’। তবে তিস্তা চুক্তির জট এবারও খোলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, দুই দেশের বর্তমান সরকারের মেয়াদেই এ সমস্যার সমাধানে আশাবাদী তিনি।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।