দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় নির্বাচনে দোয়া চাওয়া শেষ, প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদরে কাছে ভোট প্রার্থনা। আগামী ২৫এপ্রিল মুকসুদপুর পৌরসভা দলীয় প্রতীকে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই ।নির্বাচন ঘিরে পুরো পৌরসভা এখন চলছে ব্যাপক প্রচার অভিযান ও উৎসবমূখর পরবিশে। প্রার্থী নিজেদের বাক্সে ভোট আনার মরিয়া হয়ে ছুটছেন প্রার্থীরা।এসব ওয়ার্ডে ওয়ার্ডে এখন উৎসবের আমেজ চলছে পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক নৌকা, ধানের শির্ষ, বিজয়ী করতে মরিয়া হয়ে ছুটছেন মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরাও বসে নেই বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগ,বিএনপি,দলীয় ফোরামের মনোনয়নে পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা রির্টানিং অফিসারদের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করছেন উপজলো নির্বাচন র্কমর্কতা জানান, ৬ মেয়র পদে ৪৪ জন, কাউন্সিলার সংরক্ষতি নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতদ্বিন্দ্বতিা করছনে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীর ঘুম হারাম হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীর মধ্যে ধারনা গেথে গেছে বিজয় সুনিশ্চিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে তাদের আতœীয়-শুভানুধ্যায়ী মিলিয়ে সাড়া তুলছে। মেয়র পদে বিজয় প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীরা বলেন নির্বাচনে দলীয় কোনো প্রভাব পড়বে না সুষ্ঠুভাবে নির্বাচনে হলে স্বতন্ত্র প্রার্থী জয় হবে ।
ভোটরা গ্রামরে হাট-বাজার, দোকান পাট ও সর্বত্র প্রর্থীদের নয়িে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা অধকিাংশ ভোটার দল নয়,সুখ-েদুঃখে যারা এলাকার মানুষরে পাশে থাকবেন তাঁদের ভোট দেবেন।এলাকা ঘুরে ভোটারদরে সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গছেে । ৯কন্দ্রেে ভোটার সংখ্যা ১৪ হাজার ৯শ ৩৭জন।আগামী ৫বছররে জন্য ১ জন মেয়র ৯ কাউন্সিলার ৩ মহলিা সংরক্ষতি নারী সদস্য নির্বাচন করার লক্ষে গোপন ব্যালটে ভোটাধকিার প্রয়োগ করবনে।