পপুলার২৪নিউজ ডেস্ক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি, এস.আর.এল এর মধ্যে পারস্পরিক রেমিটেন্স সেবা কার্যক্রম ৯ এপ্রিল, ২০১৭ ইং তারিখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন, মোঃ আহজারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিটেন্স উইংয়ের ইন-চার্জ মোঃ ফরহাদ রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী রেমিটেন্স সংগ্রহে আমাদের ব্যাংক ১৫তম স্থানে রয়েছে। আশা করি, গৃহীত পদক্ষেপের ফলে এ অবস্থানের আরও উন্নতি ঘটবে ইনশাআল্লাহ্। উল্লেখ্য, নতুন এ সেবা চালুর ফলে ইতালি প্রবাসী বাংলাদেশীদের কষ্ঠার্জিত অর্থ সহজ ও অতি দ্রুততার সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল শাখা হতে উপকারভোগীগন গ্রহণ করতে পারবেন।