জেলা প্রতিনিধি,পপুলার ২৪নিউজ:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে ১০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল্লাহ্ বাহার জানান, তাঁর নেতৃত্বে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোররাত ৫টা পর্যন্ত শিমুলিয়া ঘাটের কাছের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ট্রলারে করে বাক্সবন্দি অবস্থায় বিক্রির উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এসব ট্রলার দ্রুতগতিতে চালিয়ে পাশের চরে ভিড়িয়ে দৌড়ে চরে পালিয়ে যায় এর চালক ও জাটকা বিক্রেতারা। তাই এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদারের উপস্থিতিতে জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।