অধিনায়কত্বে প্রস্তুত সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
সাকিব আভাস দিয়ে রাখলেন, দায়িত্বের জন্য তিনি প্রস্তুতমাশরাফি বিন মুর্তজার কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়াটা তাঁর জন্য নতুন নয়। অপ্রত্যাশিতভাবে মাশরাফির চোট তাঁকে অধিনায়ক বানিয়ে দিয়েছিল সেই আলোচিত ক্যারিবীয় সফরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। পরে পূর্ণ অধিনায়কের দায়িত্বেও সাকিব এনে দিয়েছিলেন বেশ সফলতা।

আরও একবার বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হতে যাচ্ছে বলেই খবর। কিন্তু সাকিব কাল ম্যাচ শেষে জানালেন, এ নিয়ে নাকি ভাবছেনই না!

কাল ব্যাটে-বলে নেতৃত্ব দিয়ে মাশরাফিকে ‘স্পেশাল’ উপহার দিয়েছেন। এও যেন ছিল পালাবদলের এক প্রতীক। অনিবার্যভাবে প্রশ্নটা উঠল ম্যাচ শেষে। বিসিবি সভাপতি নিজেই আগে আভাস দিয়ে রেখেছেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব সাকিবকে দিতে চায় বোর্ড।

তিন ধরনের ক্রিকেটে তিন অধিনায়কের নেতৃত্বে যাচ্ছে বাংলাদেশ। সাকিব নিজে অধিনায়কের কাজটি খুব উপভোগ করেন। ফলে তাঁর পক্ষ থেকে ইতিবাচক উত্তরই আসার কথা। তবে কাল এ নিয়ে বেশ কূটনৈতিক অবস্থান নিলেন।

এখনো যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, হয়তো এ কারণে সাকিব এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাইলেন না, ‘অধিনায়কত্বের ব্যাপারে কী হবে তা এখনো আমি জানি না। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দলের সঙ্গে থাকা এবং অবদান রাখা। চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায়।’

সামনে বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে ওয়ানডে ক্রিকেট নিয়ে। টি-টোয়েন্টি খেলবে না নিকট ভবিষ্যতে। সাকিবও তাই ধীরেসুস্থে নতুন অধিনায়ক ঘোষণার পক্ষে। বললেন, ‘বাংলাদেশের পরের টি-টোয়েন্টি অনেক পরে। তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’

 

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরে যা বললেন মাশরাফি-মুশফিক
পরবর্তী নিবন্ধশাহরুখের ক্যারিয়ার শেষ!