পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তাদের করা আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উপসচিব (উপজেলা শাখা), খুলনার বিভাগীয় কমিশনার, মেহেরপুরের জেলা প্রশাসক ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রেুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী জানান, এ আদেশের ফলে তাদের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, উচ্চ আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি। আমি জনগনের সাথে কাজ করতে চাই। পুরনো একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ২ এপ্রিল এই দুই জনপ্রতিনিধিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১র ১৩(খ)(১) অনুসারে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন তারা। উল্লেখ্য, আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও জার্জিস হুসাইন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।