বাল্যবিয়ের বিশেষ ধারা চ্যালেঞ্জ করে রিট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাল্যবিয়ে আইনের বিশেষ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম এ রিট দায়ের করেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আজই রিটের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে ২০১৭ অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের বিশেষ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্দরীদের তালিকায় দ্বিতীয় স্থানে প্রিয়াঙ্কা
পরবর্তী নিবন্ধবরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে বুলবুলের রিট