পপুলার২৪নিউজ ডেস্ক:
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের দুটি মেট্রো রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
সোমবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
লাইফ নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ট্রেনের দরজা উড়ে গেছে এবং আহত মানুষ একটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে।
সেনায়া প্লশ্চাদ মেট্রো স্টেশনে বিস্ফোরণেই অর্ধশতাধিক আহত হন।
এদিকে বিস্ফোরণের ঘটনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে পিটার্সবার্গেই অবস্থান করছিলেন।
বিস্ফোরণের ঘটনা এরইমধ্যে পুতিনকে অবহিত করা হয়েছে বলে ক্রেমলিনের মুখপাত্রের বরাতে জানিয়েছে আরআইএ। এই ঘটনার পর রুশ কর্তৃপক্ষ মস্কোর আশেপাশের সাতটি স্টেশন আগাম সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দিয়েছে।