পপুলার২৪নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞার কারণে গ্রানাডার বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে বার্সেলোনাকে। তবে সুয়ারেজ-নেইমারদের অসাধারণ পারফরম্যান্সের ফলে সৌজন্যে এলএম টেনকে ছাড়াই বার্সেলোনা এদিন ৪-১ গোলে হারিয়েছে গ্রানাডাকে।
রবিবার নিজেদের মাঠে কাতালানদের বিপক্ষে দুর্দান্ত শুরু করে গ্রানাডা। যার ফলে বার্সেলোনাকে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
কিন্তু ৫০ মিনিটেই জেরেমি বোগার গোলে সমতায় ফিরে স্বাগতিক গ্রানাডা। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় বার্সার বিপক্ষে যেন আরও বেশি আক্রমণাত্মক গয়ে উঠে গ্রানাডা। কিন্তু ৬৪ মিনিটে পাকো আলকাসেরের গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের ৮৩মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন গ্রানাডার সাওনিয়ের। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+১) নেইমার গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।