রোববার ‘নর্তে দে সোদাদ জুয়ারেজ’ নামের মেক্সিকোর একটি স্থানীয় সংবাদমাধ্যম এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।
পত্রিকাটি রোববারের সম্পাদকীয়তে জানিয়েছে, সাংবাদিকদের প্রতি ধারাবাহিক সহিংসতা এবং অপরাধীদের শাস্তির নজির না মেলায় তারা প্রকাশনা বন্ধ করে দিচ্ছে। এটিই তাদের শেষ সংস্করণ।
যদিও পত্রিকাটি অনলাইনে তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে।
জানা গেছে, ওই সংবাদমাধ্যমের একজন সংবাদকর্মী মিরোসলাভা ব্রিচকে মার্চ মাসে হত্যা করে দুর্বৃত্তরা। এ মাসেই মেক্সিকোর তিনজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন, যাদের একজন ছিলেন মিস ব্রিচ।
মেক্সিকোর সংগঠিত অপরাধের সঙ্গে রাজনীতিবিদদের সম্পৃক্ততা নিয়ে বিস্তৃত পরিসরে প্রতিবেদন প্রকাশ করেছিলেন ব্রিচ।
নিজ পত্রিকা ছাড়াও একটি জাতীয় পত্রিকার জন্যও তিনি ওই প্রতিবেদন বানিয়েছিলেন।
চিহুয়াহুয়া রাজ্যে নিজ বাড়ির সামনে নিজের গাড়িতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন ব্রিচ।
দুর্বৃত্তরা আটবার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। ওই ঘটনার সময় ব্রিচের এক সন্তানও তার সঙ্গে গাড়িতে ছিল। যদিও সে কোথাও আঘাত পায়নি।
হত্যা করে যাবার সময় একটি নোট রেখে যায় দুর্বৃত্তরা, যাতে লেখা ছিল ‘খুব বেশি কথা বলার জন্য’।