স্মার্টফোন সঙ্গে প্রশ্ন আনতে গিয়ে শ্রীঘরে ৩ শিক্ষক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নিষেধাজ্ঞা অমান্য করে সঙ্গে স্মার্টফোন রেখে ঢাকা ট্রেজারি থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহের সময় রাজধানীর দুটি কলেজের তিন শিক্ষককে পুলিশে দেয়া হয়েছে।

রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন।

আটক তিন শিক্ষক হলেন- রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের আবদুর রশিদ, মহাখালী টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।

জানা যায়, কেন্দ্র সচিবের প্রতিনিধি হিসেবে ওই তিন শিক্ষক ঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনতে গিয়েছিলেন। এ সময় তাদের সঙ্গে স্মার্টফোন ছিল।

প্রশ্নপত্র ফাঁসরোধে এবার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্নপত্র সংগ্রহের সময় প্রতিনিধিদের স্মার্টফোন না রাখার নির্দেশনা দেয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই তিন শিক্ষকের কাছে স্মার্টফোন থাকার কথা নয়। তাই প্রথমে তাদের মোবাইল ফোন জব্দ করে প্রশ্নপত্র দেয়া হয়। পরে তাদের পুলিশে দেয়া হয়।’

এ সময় তিনি অবৈধ পন্থা অবলম্বনকারী শিক্ষকদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি পরীক্ষার উত্তরপত্রে অন্যায্য নম্বর দেয়ার কথা বলেন বা নির্দেশনা দেন, তবে তারা বেআইনি কাজ করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষা দিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধজয়পুরহাটে বিশ্ব অটিজম দিবস পালন
পরবর্তী নিবন্ধস্পেশাল ভাবে ঐন্দ্রিলার জন্মদিন পালন করলেন অঙ্কুশ