নড়াইলে বিশ্ব অটিজম দিবস পালন

 নড়াইল প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

‘স্বকীয়তা ও আত্নপ্রত্যয়ের পথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ এপ্রিল নড়াইলে পালিত হলো দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়।

নড়াইল সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সায়েদুর রহমান, জেলা পরিষদ কাউন্সিলর সাইফুর রহমান হিলু, অ্যাডভোকেট রওশন আরা কবীর, নারীনেত্রী আঞ্জুয়ারা বেগম, রাবেয়া ইউসুফ, ‘নবান্ন’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, শিকদার মঞ্জুরুর রহমান, শরীফ তুকরোল আমীন প্রমুখ।

এর আগে সকালে অটিজম সচেতনতার প্রতীক নীল বাতি প্রজ্বলন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, শিশুপরিবার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে আগামী ৭ দিন ধরে এই নীল বাতি প্রজ্বলিত হবে।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
পরবর্তী নিবন্ধজয়পুরহাটে বিশ্ব অটিজম দিবস পালন